ফরিদপুরে ছিনতাইকারীর হামলায় আহত সেবিকার মৃত্যু
প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৭
ছিনতাইকারীর হামলায় আহত হওয়ার ৫ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক সেবিকা।
২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে ঢাকায় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত অনিমা বিশ্বাস (৫০) ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের চিকিৎসক নিপেন্দ্র নাথ বিশ্বাসের স্ত্রী।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, গত ১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে হাসপাতালে আসার পথে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে বাধা দেন নার্স অনিমা। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় রিক্সা থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন তিনি।
ফরিদপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার দিন একটি সাধারণ ডায়েরি করা হলেও কোন অভিযোগ দেয়া হয়নি। স্বজনরা অভিযোগ দিলে মামলা নথিভুক্ত করা হবে।