প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে, আটক ১
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৫
ভোলা জেলার চরফ্যাশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় আল আমিন নামে এক হোটেল কর্মীকে আটক করেছে পুলিশ।
১৪ ফেব্রুয়ারি (বুধবার) রাতে উপজেলার দক্ষিণ আইচা থানার চরকুকরীমুকরী থেকে তাকে আটক করা হয়।
আটক আল আমিনের বাড়ি চরফ্যাশন সদরের জিন্নাগড় ইউনিয়নের খোদেজাবাগ গ্রামে।
চরকুকরীমুকরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আলী হোসেন জানান, আল আমিনের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্বক ছবি দেখে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।