রাজধানীতে একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৪
রাজধানীর মুগদার মানিকনগরে একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মাছ ব্যবসায়ী শিফর আলী (৫০), তার মেয়ে তানজিলা (২১), ছেলে আল-আমিন (১৯), মুরাদ (১২) ও তার আত্মীয় রনি (১৯)।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ইমন নামের এক ব্যক্তি জানান, শিফর আলী পরিবার নিয়ে মানিকনগর কুমিল্লাপট্টির ২৮ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকেন। রাতে বাসার একটি কক্ষে সিলিং ফ্যানে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন ধরে যায়।
একপর্যায়ে ফ্যানটি নিচে খাটের ওপরে পড়ে আগুন ছড়িয়ে যায়। এতে ঘুমন্ত অবস্থা তারা দগ্ধ হন বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সিকদার জানান।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে তারা দগ্ধ হয়েছেন।