সিঙ্গাইরের গাছ কাটায় হাইকোর্টের স্থিতিবস্থা জারি
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০২
সড়ক প্রসারিত করার জন্য মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরের আঞ্চলিক মহাসড়কের প্রায় তিন হাজার গাছ কাটায় এবার হাইকোর্টের স্থিতিবস্থা জারি হয়েছে।
১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ছয় মাসের স্থিতিবস্থা দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে গাছ কাটার বিষয়ে সংশ্লিষ্টদের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা এবং ভিন্ন উপায়ে সড়ক নির্মাণের পরিকল্পনা নেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ প্রসঙ্গে রিটকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, গত ২৫ জানুয়ারি মানিকগঞ্জের গাছ কাটা নিয়ে একটি জাতীয় দৈনিকে ‘কাটা হচ্ছে চার হাজার গাছ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে মানিকগঞ্জের বারের সদস্য মনজুরুল ইসলাম হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, রোড ও হাইওয়ের প্রধান প্রকৌশলী, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সড়ক প্রশস্ত করার জন্য চার হাজার গাছের মধ্যে ইতোমধ্যে এক হাজারের বেশি গাছ কেটে ফেলা হয়েছে।