নরসিংদী ট্রলারডুবিতে নারী ও শিশুসহ মৃত ১০, অর্ধশত নিখোঁজ

প্রকাশ | ২৩ জুলাই ২০১৬, ১৬:৪৫ | আপডেট: ২৩ জুলাই ২০১৬, ১৭:০১

অনলাইন ডেস্ক

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  এর মধ্যে থেকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অর্ধশতাধিক। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল ১১টায় জংলী শিবপুর এলাকায় আড়িয়াল খাঁ ঘাটের কাছেই এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বেলাবো উপজেলার দেয়ানের চর গ্রামের বিবি মালদারের নেছা (৮০), ইয়াছিন (৬), জেরিন (৮), বাড়িচা গ্রামের আড়াই বছরের মাজিয়া, মালা খাতুন (৭০), রাকিব (১৩), সম্রাট (৪), সুমাইয়া (৩) ও ছুলেখা (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গণিশাহ মাজারের উদ্দেশে একটি ইঞ্জিন চালিত নৌকা করে সকাল ১০টায় আশপাশের এলাকার অন্তত আড়াইশ গনিশাহ ভক্ত রওনা করে। নৌকার ধারণ ক্ষমতা অনুপাতে যাত্রী সংখ্যা অধিক হওয়ায় ঘাট থেকে নৌকা ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি নদীর মাঝখানে উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা  আরও বাড়তে পারে বলে ধারণা হচ্ছে। 

রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম জানান, ট্রলারটি যাত্রীবোঝাই করে একটি মাজারে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়।

ফায়ার সার্ভিসের ও পুলিশের ডুবুরিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।