পুলিশ দেখে বিয়ের আসর থেকে পালালো বর
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৪
বাল্যবিবাহের খবর পেয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়েছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা নমিতা দে। আর তা দেখেই বিয়ে বাড়ি থেকে পালিয়েছে বর আর বরযাত্রীরা।
১১ ফেব্রুয়ারি (রবিবার) রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামে বাল্যবিবাহের আসর বসেছিল। নবম শ্রেনীর এক ছাত্রীর সংগে পার্শ্ববর্তী জারিয়া ইউনিয়নের দশম শ্রেণীর এক ছাত্রের বিয়ে হওয়ার কথা ছিল।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১১ ফেব্রুয়ারি (রবিবার) রাত ৮ টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা নমিতা দে পুলিশ ও লোকজন নিয়ে মেয়েটির বাড়িতে হাজির হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় বরপক্ষ পালিয়ে যায়। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে- এ মর্মে মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করেন তিনি। এ নিয়ে জেলার কেন্দুয়া, বারহাট্টা, খালিয়াজুরি,বারহাট্টা কলমাকান্দা,পূর্বধলায় ও সদর উপজেলায় অন্তত ১২টি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে।