মা-বাবার ভৎর্সনা, মেডিকেল ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৭

অনলাইন ডেস্ক

মা-বাবার উপর অভিমান করে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুন ওয়াদিয়া মিতু (২২) নামের এক মেডিকেল ছাত্রী। সে চাঁপাইনবাবগঞ্জ সদরের বালুগ্রাম আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মতিউর রহমানের মেয়ে এবং রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

১০ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রাজশাহী নগরীর বহরমপুর ব্যাংক কলোনির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, শনিবার ঐ ছাত্রীর তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল। পরীক্ষা ভালো হয়নি, তা বাসায় জানানোর পর মা-বাবা তাকে বকাঝকা করে। এরপর মা বাবার উপর অভিমান করে শনিবার বিকেলের দিকে নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঐ ছাত্রী। সন্ধ্যার দিকে ঐ ছাত্রীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। 

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।