ফরিদপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১০
বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আয়নাল হককে (৪২) নামে একজনকে আসামি করে ফরিদপুরের ভাঙ্গা থানায় মামলা হয়েছে। ৭ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের ব্রাহ্মণদ্রী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
৭ ফেব্রুয়ারি (বুধবার) রাতে ঐ কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
পরিবারের বরাত দিয়ে ভাঙা থানার এসআই শামসুল বলেন, ৭ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে মাঠে গোবর কুড়াতে গিয়ে পাশের গমক্ষেতে ধর্ষণের শিকার হন ঐ নারী। ধর্ষণের সময় মেয়ের চিৎকারে ঐ কিশোরীর মা মাঠে পৌছালে তাকে দেখে আয়নাল পালিয়ে যায়। এ ঘটনায় রাতে আয়নালকে আসামি করে মামলা দায়ের করা হলে মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।