দুর্নীতি করলে বিচার এভাবেই হয়
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৪
যারা দুর্নীতি করে তাদের বিচার এভাবেই হয়। লজ্জা থাকলে আর দুর্নীতি করবেন না খালেদা জিয়া বললেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের প্রসঙ্গ টেনে এনে আওয়ামী লীগ প্রধান বলেন, তারা লুটপাটের রাজনীতি করে। এতিম খানার কোটি কোটি টাকা চুরি নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে। দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। দুর্নীতি করে তাদের বিচার এভাবেই হয়। লজ্জা থাকলে আর দুর্নীতি করবেন না খালেদা জিয়া।
বর্তমান সরকারের উন্নয়ন প্রসঙ্গে টেনে এনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, বরিশাল পটুয়াখালীসহ দেশের সমগ্র দক্ষিণাঞ্চলে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। ২০২১ সালের মধ্যে দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্য কাজ চলছে। দক্ষিণাঞ্চলের ঘরে ঘরে পৌছে যাবে গ্যাস। ভোলা থেকে উৎপাদিত গ্যাস বরিশালে নেয়া হবে। বর্তমান সরকারের আমলেই বরিশালে নির্মিত হয়েছে অসংখ্য ব্রিজ-কালভার্ট ও সড়ক।
আওয়ামী লীগ সরকারই জনগণের পাশে থেকে ভাগ্য উন্নয়ন করবে উল্লেখ করে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, আপনারা নৌকার পাশে থেকে আগামি নির্বাচনে নৌকাকেই জয়যুক্ত করবেন। কারণ আওয়ামী লীগই জনগণের সরকার। আওয়ামী লীগই জনগণের পাশে থেকেছে, তাদের ভাগ্য উন্নয়ন করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের প্রসঙ্গ টেনে এনে আওয়ামী লীগ প্রধান বলেন, তারা লুটপাটের রাজনীতি করে। এতিম খানার কোটি কোটি টাকা চুরি নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে। দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। দুর্নীতি করে তাদের বিচার এভাবেই হয়। লজ্জা থাকলে আর দুর্নীতি করবেন না খালেদা জিয়া।
এর আগে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে ৭২টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে পটুয়াখালীর লেবুখালী থেকে শেখ হাসিনা সেনানিবাস ছাড়াও ১৬টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। যেখানে ১৪টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ১টি ভিত্তিপ্রস্ত স্থাপন করেন তিনি।
লেবুখালী অংশে কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে (জেলা স্টেডিয়াম) আসেন। পরে সেখান থেকে গাড়ি বহরে বঙ্গবন্ধু উদ্যানের বিকেল সাড়ে তিনটার দিকে জনসভা স্থলে যোগ দেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।