খালেদার রায়ে বিএনপির নিন্দা প্রকাশ
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪১ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২০
জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের জেলের সাজায় নিন্দা প্রকাশ করেছে বিএনপি।
৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রায়ের পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নিন্দা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, জনগণ এ রায় প্রত্যাখ্যান করেছে। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। এ রায়ের প্রতি ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। বিএনপি আইনি ও রাজনৈতিকভাবে এর প্রতিহত করবে।
৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বকশীবাজারের বিশেষ আদালত। এর ফলে আদালত থেকে খালেদাকে সরাসরি জেলে যেতে হবে।
একই মামলায় তারেক রহমান সহ অন্যান্য আসামীদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদেরকে ২ কোটি টাকা করে জরিমানাও করেছেন আদালত।
প্রসঙ্গত, এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। অভিযোগে বলা হয়, এতিমদের জন্য আনা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করেছেন আসামিরা।