খালেদার ৫ বছরের জেল
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৬ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৯
আজ ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বকশীবাজারের বিশেষ আদালত। এর ফলে আদালত থেকে খালেদাকে সরাসরি জেলে যেতে হবে।
একই মামলায় তারেক রহমান সহ অন্যান্য আসামীদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদেরকে ২ কোটি টাকা করে জরিমানাও করেছেন আদালত।
ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের বিশেষ আদালতে ২০ মিনিট ধরে ৬৩২ পৃষ্ঠার এই রায় এর উল্লেখযোগ্য অংশগুলো পড়ে শুনান বিচারক।
বর্তমানে আদালত প্রাঙ্গনে বিএনপির নেতাকর্মীরা রায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করছেন।
প্রসঙ্গত, এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। অভিযোগে বলা হয়, এতিমদের জন্য আনা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করেছেন আসামিরা।