ছয় শর্তে নির্বাচনে যাবে বিএনপি

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১১ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৮

অনলাইন ডেস্ক

ছয় শর্তে পূরণ হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে বিএনপি- জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৩ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এসব শর্ত দেন। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া শর্তগুলো হলো:

১. ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে

২. ভোটের পরিবেশ তৈরি করতে হবে

৩. নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হতে হবে

৪. নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে

৫. ভোটের সময় মাঠে সেনাবাহিনী থাকতে হবে

৬. যন্ত্রে ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না

সভায় ছয় শর্ত দেওয়ার পর খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের এ শর্তে একমত কীনা জানতে চাইলে নির্বাহী কমিটির সদস্যরা উচ্চ স্বরে একমত বলে সম্মতি দেন।

জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে সভায় বিএনপি চেয়ারপারসন বলেন, এখন প্রয়োজন জাতীয় ঐক্য। যারা দলের প্রতি অনুগত থাকবেন তাদের মূল্যায়ন করা হবে। যারা থাকবেন না তাদের আর ক্ষমা করা হবে না।

দেশের প্রয়োজনে দলের নেতাদের শান্তিপূর্ণ প্রতিরোধ-প্রতিবাদ গড়ে তোলার আহবান জানান। ঐক্যবদ্ধ থাকতে নেতা কর্মীদের পরামর্শ দেন।