গরম পানিতে ঝলসে দেয়া হল কিশোরীকে
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৮ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩০
ভাতের জন্য হাড়িতে চাল বেশি দেয়ায় ১২ বছরের কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে এক গৃহকর্ত্রী। ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর শ্যামপুরে নতুন আলী বহরের বিক্রমপুর হাউজিংয়ের একটি ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহকর্ত্রী মারিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত কিশোরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে বর্তমানে চিকিৎসাধীন। তার বাম হাতের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। শরীরে এবং গলার আশেপাশে ক্ষতচিহ্ন রয়েছে যা ঐ গৃহকর্ত্রীর নির্যাতনের কারণে হয়েছে বলে জানিয়েছে মেয়েটি।
কদমতলী থানার ওসি আব্দুল জলিল জানান, মাস ছয়েক আগে এক স্বজনের মাধ্যমে ওই বাসায় গৃহকর্মীর কাজ নেয় কিশোরীটি। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরবের লালকুটিতে। কাজে ভুলের অজুহাতে কিশোরীকে প্রায়ই নির্যাতন করতো গৃহকর্ত্রী মারিয়া সুলতানা। বৃহস্পতিবার দুপুরে চাল বেশি দেয়ায় গরম পানির হাড়ি গৃহকর্মীর গায়ে ঢেলে দেয়া হয়। এসময় মেয়েটির চিৎকারে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।
মারিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।