ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৬
ব্রাহ্মণবাড়িয়ায় পশ্চিম মেড্ডা এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে ঝর্ণা বেগম (৩১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে পরিবারের অভিযোগে স্বামী বিল্লালকে আটক করা হয়।
দুই সন্তানের জননী নিহত ঝর্ণা জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন নাওঘাট গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে।
ঝর্ণার ভাই হেলাল উদ্দিন বলেন, ‘দুই বছর আগে প্রবাস থেকে ফিরে দ্বিতীয় বিয়ে করেন বিল্লাল। এরপর থেকেই বোন ঝর্ণার ওপর অমানবিক নির্যাতন চালায় তার স্বামী। স্ত্রী ও সন্তানদের ভরণপোষণে কোনো আর্থিক সহায়তা দিতো না সে। এসব বিষয় নিয়ে প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকতো।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) জিয়াউল হক জানান, ‘প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই ঝর্ণাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী বিল্লাল বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন জেলা রোডস্থ একটি বেসরকারি ক্লিনিকে তার মরদেহ নিয়ে আসে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বিল্লালকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।