মোট ভোটারের ৪৯.৫৮ শতাংশই নারী ভোটার

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০১৮, ১৫:২২

অনলাইন ডেস্ক

হালনাগাদ শেষে সারাদেশে চূড়ান্ত ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১। মোট ভোটারের ৪৯.৫৮ শতাংশই নারী ভোটার। নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬। আর পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ , যা মোট ভোটারের ৫০.৪২ শতাংশ। 

৩১ জানুয়ারি (বুধবার) নির্বাচন কমিশন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের সামনে এসব তথ্য প্রকাশ করেন।

হালনাগাদের আগে ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। চূড়ান্ত হালনাগাদে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। আর দ্বৈত ভোটার পাওয়া গেছে ২ লাখ ৪ হাজার ৮৩১ জন। আইনত অপরাধ বিধায় দৈত ভোটরদের বিরুদ্ধে মামলা করছে নির্বাচন কমিশন। 

ইসি ভারপ্রাপ্ত সচিব বলেন, চলতি বছরের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে।