নাটোরে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৮, ১৮:০৬

অনলাইন ডেস্ক

নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত চোলাই মদ উৎপাদন ও বিক্রির দায়ে এক নারী মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে। ২৭ জানুয়ারি (শনিবার) বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনোয়ার পারভেজ এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত ঐ নারীর নাম মেরি রোজারিও (৫৫)। তিনি নাটোরের বড়ইগ্রাম উপজেলার হারোয়া গ্রামের সোলেমান বিশ্বাসের স্ত্রী।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. আলমঙ্গীর পাশা জানান, ২৭ জানুয়ারি (শনিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ নারীর বাসভবন থেকে চার লিটার চোলাই মদ ও ২০০ লিটার চোলাই মদ তৈরীর উপকরণ উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।