হাজার বোতল ফেনসিডিলসহ মা-ছেলে আটক
প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৮, ২০:১৮
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এক হাজার দুই বোতল ভারতীয় ফেনসিডিলসহ মা-ছেলেকে আটক করেছে । ২১ জানুয়ারি (রবিবার) যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন লাউতারা গ্রামের জয়নাল সরদারের স্ত্রী জয়নুর বেগম (৪৫) ও তার ছেলে মাসুদ রানা (২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমান বলেন, মাদকদ্রব্য কেনা-বেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে লাউতারা গ্রামের জয়নুর বেগমের মেয়ে রত্নার বাড়িতে অভিযান চালায় র্যাব।
র্যাবের উপস্থিতি কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ি জয়নুর বেগম ও তার ছেলেকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ঘরে তল্লাসি চালিয়ে শোওয়ার খাট ও ওয়্যার ড্রপে লুকানো হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব।
আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।