চট্টগ্রামে সীমানা বিরোধে প্রাণ গেল নারীর
প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৮, ২০:৪০ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৮, ০০:০৩
চট্টগ্রামের পটিয়ায় সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে এক নারীকে খুন করেছে প্রতিপক্ষ। লোহার রড দিয়ে পিটিয়ে ও পাথর ছুঁড়ে এই নারীকে হত্যার কথা জানিয়েছে পুলিশ।
২০ জানুয়ারি (শনিবার) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিতে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে কমিউনিটি সেন্টারের মালিকের সঙ্গে প্রবাসী নুরুল আলমের স্ত্রী জয়নাব বেগমের দীর্ঘ দিনের বিরোধ চলছিল। এ নিয়ে তিনি থানায় অভিযোগও জানিয়েছিলেন।
এনিয়ে ২০ জানুয়ারি (শনিবার) সকালে কমিউনিটি সেন্টারের মালিক পক্ষের লোক বিরোধকৃত জমিতে সীমানা প্রাচীরের নির্মাণ কাজ শুরু করে। এরপর জয়নাব বেগম প্রতিবাদ করলে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে কমিউনিটি সেন্টারের মালিকপক্ষের লোকজন তাদের বাসায় ঢুকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নেয়ামতউল্লাহ জানান, নিহতের বাড়ির পাশেই একটি কমিউনিটি সেন্টারের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।