জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ঢাকায়
প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৮, ০০:৪১
অনলাইন ডেস্ক
রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরেজমিনে দেখতে ১৭ জানুয়ারি (বুধবার) রাতে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত (র্যাপির্টিয়ার) ইয়াংহি লি।
জানুয়ারি মাসেই তার মিয়ানমার যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের প্রতিনিধিরা রাজী হয়নি। রাত ১২টার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তিনি আগেই চলে এসেছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। এর আগে তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ এসেছিলেন।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সফরের পুরোটা সময়ই তিনি কাটাবেন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।