মেয়ে নয়, ছেলে নবজাতক চাইছেন বাবা!
প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৮, ২২:০২
মেয়ে সন্তানকে মায়ের কোলে তুলে দেয়া হলেও, ছেলে হয়েছে এই দাবিতে হাসপাতালের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন এক বাবা। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
এ প্রসঙ্গে কন্যা সন্তানটির পিতা মনোয়ার হোসেন (২১) জানান, মনোয়ার হোসেনের স্ত্রী পাপিয়া আক্তার গত ১০ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ থাকায় তাকে প্রথমে আইসিওতে রাখা হয়। পরে শিশুটি সুস্থ হওয়ার পর এক মেয়ে নবজাতককে ঐ দম্পতির কোলে তুলে দেয়া হয়। আর নবজাতককে হাসপাতালে বদল করা হয়েছে এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন পিতা মনোয়ার হোসেন। তার দাবীতে কন্যা সন্তানের ডিএনএ টেস্টও করা হয়। সেখানেও সন্তানটি ওই দম্পতির বলে রিপোর্ট আসে।
এদিকে রিপোর্টে গড়মিল করা হয়েছে এই অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন পিতা মনোয়ার হোসেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার বলেন, অভিযোগটি সম্পূর্ণ অসত্য। ঐ দম্পতির কন্যা সন্তান হয়েছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে ডিএনএ টেস্টও করা হয়েছে। সেই রিপোর্টে একই রেজাল্ট এসেছে। সন্তানকে মায়ের কোলে তুলে দেয়া হয়েছে। সন্তানটি তারা যদি মেনে না নেয় তাতে হাসপাতালের কর্তৃপক্ষের কোন দায় নেই।