স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সাভারে এসআই গ্রেপ্তার
প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৮, ২১:৪৪
স্ত্রী নির্যাতনের অভিযোগে নারী নির্যাতন মামলায় বদরুদ্দোজা মাহমুদ নামে এক উপ পরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতনের শিকার বদরুদ্দোজা মাহমুদ এর স্ত্রী রাজিয়া সুলতানা বৃহস্পতিবার রাতে সাভার থানায় মামলা দায়ের করলে ১২ জানুয়ারি (শুক্রবার) সকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ্ মিজান শাফিউর রহমান জানান, রাজিয়া সুলতানা মাদকে সেবনে বাধা দেয়ায় ১০ জানুয়ারি (বুধবার) দুপুরে বদরুদ্দোজা তাকে পিটিয়ে এবং বুট দিয়ে লাথি দিয়ে জখম করে বাসায় তালাবদ্ধ অবস্থায় রেখে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে রাজিয়া সুলতানা সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ মার্চ বদরুদ্দোজা মাহমুদ বদরুদ্দোজার মাহমুদ ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করেন। পাঁচ মাস আগে ডিবি থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বদলি করা হয়। মাদকাসক্তের অভিযোগে আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।