আশুলিয়ায় কিশোরী গণধর্ষণ, আটক ১
প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৮, ১৫:০১
আশুলিয়ায় পোশাক শ্রমিক গণধর্ষণের ঘটনায় রাসেল নামে একজনকে আটক করেছে পুলিশ।
১৩ জানুয়ারি (শনিবার) সকালে আশুলিয়ার জিরানী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রাসেল বগুড়া জেলার আলম মিয়ার ছেলে। সে গাজীপুর জেলার পানিশাইল এলাকার আলমাস মিয়ার বাসায় ভাড়া থাকতো।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রাসেলকে নিয়ে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।
প্রাথমিকভাবে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী আশুলিয়ার শিমুলতলার একটি কারখানায় বকেয়া বেতন নিতে আসে। এসময় পূর্ব পরিচিত রাসেল ও আলম তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে গাজীপুরের একটি বাসা বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ১২ জানুয়ারি (শুক্রবার) রাত এগারটার দিকে আশুলিয়ায় জিরানী বাজার আঞ্চলিক সড়কের পাশে তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে দেখে আশুলিয়া থানায় নিয়ে আসে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।