‘সততার সঙ্গে দায়িত্ব পালন করবো’
প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৮, ১৩:৩২ | আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪৩
দক্ষতা ও সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
৭ জানুয়ারি (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রণালয়ে নিজ দফতরে যোগদান করে এ কথা জানান তিনি।
এর আগে সচিবালয়ে ৫০১ নম্বর কক্ষে তথ্য প্রতিমন্ত্রীর দফতরে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারানা। এ সময় মন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিচিতির পর তথ্য অধিদফতরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী।
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।
গত ৩ জানুয়ারি তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘সময় কম, চ্যালেঞ্জ বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আমাকে কাজ করতে দেবেন দক্ষতা ও সততার সঙ্গে তা পালন করবো। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মতো এখানেও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হবে, মানুষ যেন বলে আওয়ামী লীগ সরকার যা বলে তা যথা সময়ে নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। মেধা দিয়ে পরিশ্রম করে কাজ করবো। তথ্যমন্ত্রীর সঙ্গে এক পরিবার হয়ে কাজ করবো। পরিবারে যদি কোনও দুর্নীতিগ্রস্থ থাকে তবে তাকে মেনে নেব না।’
দুই বছর চার মাস ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন তারানা হালিম।
তিনি বলেন, আগামী ২৭ থেকে ৩১ মার্চের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য তারিখটি আমি সারপ্রাইজ হিসেবে রেখেছিলাম।
তারানা হালিম বলেন, জবাবদিহিতার জায়গা থেকে বলছি, তাদের সর্বশেষ নির্ধারিত সময় বলে দিয়েছেন যে মার্চের ২৭-৩১ তারিখের মধ্যে মহাকাশে উৎক্ষেপিত হবে। এসব কার্যক্রম মোটামুটি সম্পন্ন করা হয়ে গেছে।