কক্সবাজারে নারী পর্যটকদের জন্য সংরক্ষিত সুইমিং জোন
প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:৪৬ | আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:৫৪
কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য ১০০ মিটার দীর্ঘ সংরক্ষিত সুইমিং জোন চালু করা হয়েছে। গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার থেকে এ সুইমিং জোনের কার্যক্রম শুরু হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সৈকতে ঘুরতে আসা নারীরা যেন নির্বিঘ্নে সমুদ্র উপভোগ এবং সমুদ্র স্নান করতে পারেন সে বিষয়টি বিবেচনা করেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। জোনে নারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন বিচ কর্মী ও লাইফ গার্ড সদস্যরা। শুধু তাই নয়, বেড়াতে আসা নারী পর্যটকরা তাদের যেকোন সমস্যা এবং অভিযোগ জেলা প্রশাসনের হেল্পলাইন নাম্বারে (০১৭৩৩-৩৭৩১২৭) জানাতে পারবেন। সম্প্রতি সমুদ্রে ঘুরতে আসা বেশ কয়েকজন নারী পর্যটক ইভটিজিং এর শিকার হওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ট্যুরিজম ও প্রটোকল শাখার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন সাইফুল আশরাফ জয়ের উদ্যোগে এ সুইমিং জোনটি চালু করা হয়। জেলা প্রশাসক মো. আলী হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।