গলায় ওড়না পেঁচানো তরুণীর মৃতদেহ উদ্ধার
প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৮, ১৬:২২
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক তরুণীর গলায় ওড়না পেঁচানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ১৮ বছর কিন্তু তার পরিচয় জানা যায়নি।
৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে মুন্সী নোয়াদ্দা গ্রামের একটি নির্জন জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহ আলম জানান, বলেন, বিকালে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তার গলায় হলুদ রঙের ওড়না পেঁচানো রয়েছে। পরনেও রয়েছে হলুদ সালোয়ার ও হলুদ ছাপা কামিজ। তাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে বলে তিনি জানান।
এছাড়া ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে উপজেলার চড়াইল থেকে আরও এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. আক্কাস মিয়া জানিয়েছেন। তবে তিনি লাশের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।