‘জনগণের সেবক হয়ে কাজ করাই আ.লীগের লক্ষ্য’

প্রকাশ | ০২ জানুয়ারি ২০১৮, ২৩:২৩

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, জনগণের সেবক হয়ে কাজ করাই আ. লীগের লক্ষ্য। সরকার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সমাজে বিভিন্ন স্তরে ভাতা দিচ্ছে।

তিনি বলেছেন, আমাদের ভাতা দেয়ার একটি লক্ষ্য আছে। কেউ যেন এই ভাতার ওপর নির্ভরশীল না হয়। এজন্য আমরা বেশি পরিমাণে ভাতা দিতে চাই না যার কারণে হাত গুটিয়ে বসে থাকে। তবে কেউ যেন ক্ষুধার্ত কিংবা অবহেলার শিকার না হয় সে দিকে তার সরকার বিশেষ লক্ষ্য রাখছে বলে জানান তিনি।

২ জানুয়ারি (মঙ্গলবার) সকালে জাতীয় সমাজসেবা দিবসে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজ সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ, ভবঘুরেদের পুনর্বাসনসহ দরিদ্র পিতা-মাতার ভরণ-পোষণেও তার সরকার যুগোপযোগী আইন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।