সন্তানদের বেশি বেশি সময় দিন: প্রধানমন্ত্রী
প্রকাশ | ১৯ জুলাই ২০১৬, ১২:৫০ | আপডেট: ২০ জুলাই ২০১৬, ০২:৩৩
সন্তানদের বেশি বেশি সময় দিতে মা-বাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সন্তানদের সময় দেওয়া মা-বাবার কর্তব্য। সন্তানকে সময় দিতে হবে। তাদের খোঁজখবর নিতে হবে। তারা কার সঙ্গে মেশে, কোথায় যায়, সেটা জানতে হবে।’
মঙ্গলবার (১৯ জুলাই) গণভবনে ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত বাহিনী এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘সন্তানেরা যেন ধর্মীয় শিক্ষা সঠিকভাবে পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কেননা, সব ধর্মই শান্তির কথা বলে। ছেলেমেয়েদের কাছে টেনে নিন। তাদের সঙ্গে মন খুলে গল্প করুন। ছেলেমেয়েরাও যেন মা-বাবার সঙ্গে মন খুলে গল্প করতে পারে, পরিবারে সেই পরিবেশ তৈরি করুন।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর কাছ থেকে শিক্ষা পেয়েই রাজনীতি করি। আমার লক্ষ্য, দেশের মানুষের কল্যাণ করা। প্রতিটি মানুষ যেন মৌলিক চাহিদা পূরণ করতে পারে। আর সেই অনুযায়ী কাজ করছি। নিজের জীবনকে দেশের জন্য ত্যাগ করার প্রস্তুতি নিয়ে এসেছি। কিন্তু যারা নিরাপত্তায় আছেন তাদের যেন আমার জন্য কোনো ক্ষতি না হয়। আমি দেশকে ভালোবাসি। দেশের মানুষের কল্যাণে কাজ করি। দেশের জন্য যেকোনো ত্যাগ করতে প্রস্তুত আছি।’