বঙ্গবন্ধু সেতুতে ১০ গাড়ির সংঘর্ষ, আহত ১৫
প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০১৭, ১৬:১২
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
২৯ ডিসেম্বর (শুক্রবার) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এরপর থেকে সেতুতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ‘ঘন কুয়াশার কারণে ভোরে তিন ঘণ্টা বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। কুয়াশা একটু কাটার পর যান চলাচল শুরু হয়।’
তিনি আরো জানান, ‘ভোর ৬টার দিকে ঢাকাগামী লেনে প্রথম সেতুর ৪০ নম্বর পিয়ারের কাছে একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দেয়। এর পর ১০ গাড়ির মধ্যে এই রকম সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।’
এ দুর্ঘটনার ৬ ঘণ্টা পরে বঙ্গবন্ধু সেতুতে আবার যান চলাচল শুরু হয়েছে।