চট্টগ্রামে ইয়াবাসহ ৩ নারী গ্রেপ্তার
প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:২৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৩
অনলাইন ডেস্ক
হেরোইন ও ইয়াবাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন- রাশেদা বেগম (৫০), শিরীন আক্তার (৪৫) ও মনোয়ারা বেগম (৪৮)।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর বরিশাল কলোনিতে রেলওয়ে মালিপাড়ায় এ অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা করা হচ্ছে।’