ভোটে পেছাচ্ছে এসএসসির দুই পরীক্ষা
প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৭, ১৬:১৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৪
ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনের জন্য এসএসসি ও সমমানের দুটি পরীক্ষা পেছানো হচ্ছে। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারির পরীক্ষা পেছানোর বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডপ্রধানেরা সম্মতি জানিয়েছেন।
২৬ ডিসেম্বর (মঙ্গলবার) নির্বাচন ভবনে ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন গণমাধ্যমকে জানিয়েছেন, সভায় ভোটের তারিখ নির্ধারণের জন্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এসএসসিতে নির্ধারিত পরীক্ষা পেছাতে অনুরোধ করা হয়েছিল। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাতের সম্মতি দিয়েছেন।
তারা বলেছেন, পরীক্ষা পেছাতে কোনো সমস্যা নেই। তফসিল ঘোষণার পর মার্চে পরীক্ষার নতুন তারিখ দেওয়া হবে।
প্রসঙ্গত, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট গ্রহণে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে।