প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১
প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৭, ০০:১৯
![](/assets/news_photos/2017/12/18/image-13120.jpg)
সাভারের বলিয়াপুর উপজেলার এগারো বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মজিবর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১৭ ডিসেম্বর (রবিবার) ভোরে সাভারের নগরকুন্ডা এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটক মজিবর ওই এলাকার সাহেব আলীর ছেলে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, বলিয়াপুর উপজেলার একটি গ্রামে ভিক্ষুক দাদী সঙ্গে বসবাস করে প্রতিবন্ধী শিশুটি। ভোরে কাজের জন্য দাদী বাহিরে গেলে প্রতিবেশী মজিবর ঘরে ঢুকে প্রতিবন্ধী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পেরে দাদী স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ নগরকুন্ডার এলাকায় আত্মগোপনে থাকা ধর্ষক মজিবরকে আটক করে। এছাড়া ধর্ষণের শিকার শিশুকে স্বাস্থ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সেন্টারে পাঠানো হয়।
ওসি মহসিনুল কাদির আরও জানন, আটক মজিবর এলাকার চিহ্নিত মাদকসেবী। তাকে ধর্ষণ মামলায় আসামি করে আদালতে পাঠানো হবে।