স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৭, ১৪:১০

অনলাইন ডেস্ক

নেত্রকোনার আটপাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে ও গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম রুমা আক্তার (৩৫)। তিনি উপজেলার সুখারী ইউনিয়নের দক্ষিণ সুখারী এলাকার জামাল উদ্দিন সরকারের স্ত্রী। সোমবার (২৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ২৮ নভেম্বর (মঙ্গলবার) সকালে নিহতের স্বামী সংশ্লিষ্ট থানায় হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে জামাল পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রুমাকে গলাটিপে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরে জামাল আটপাড়া থানায় সকালে এসে নিজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত এটিএম মাহমুদুল হাসান বলেন, জামাল তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছে। জামাল এর আগে ২০০৭ সালে একইভাবে তার ছোট ভাই জালাল উদ্দিন সরকারের স্ত্রীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছিল। পরে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ নিয়ে অভিযুক্ত কয়েক বছর কারা ভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আবার তিনি ঘটনা ঘটিয়েছেন।