অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার
প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৭, ১৪:৪৭
অনলাইন ডেস্ক
![](/assets/news_photos/2017/11/26/image-12828.jpg)
দিনাজপুরের বিরল উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৪ নভেম্বর (শুক্রবার) রাতে উপজেলার ঝিনাইকুড়ি বগড়ি বাঁশদহ এলাকায় পুনর্ভবা নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
বিরল থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, নদীতে ভাসমান লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন পুলিশ সদস্যরা। অজ্ঞাত ওই নারীকে হত্যা করে দুর্বৃত্তরা নদীতে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।