ধর্ষণে ৭ম শ্রেণির ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা
প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৭, ১৪:০৯
![](/assets/news_photos/2017/11/08/image-12615.jpg)
ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী। এ বয়সে তার স্কুলে পড়াশুনা আর মাঠে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা। অথচ রবিউল ইসলাম (২২) নামে এক বখাটের ধর্ষণের ফলে সে এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এটিএম সিফাতুল মাজদার জানান, চিলারং ইউনিয়নের আরাজি পাহাড়ভাঙ্গা উদগাড়ি গ্রামের খমির উদ্দীনের ছেলে রবিউল ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করেন।
ঘটনা জানার পর ৭ নভেম্বর (মঙ্গলবার) রাতে ওই ছাত্রীকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক নিশা মর্তুজা রূপা বলেন, ওই ছাত্রী এখন চার মাসের অন্তঃসত্ত্বা। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছাত্রীর নানা বলেন, তার নাতি লজ্জায় ধর্ষণের কথা কাউকে বলেনি। পরিবারের সদস্যরা টের পেরে ঘটনা উদঘাটন করেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিয়ে দিয়ে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু রবিউল গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন।
পরিদর্শক সিফাতুর মাজদার বলেন, পুলিশ সুপার ফারহাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক সিফাতুর।