ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৭, ১৬:২৫
অনলাইন ডেস্ক
নীলফামারী ডোমার উপজেলার কেতকিবাড়ি ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে আফসানা পারভীন (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
৫ নভেম্বর (রবিবার) দুপুরে স্বামীর বাড়ি থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুর রহমান বলেন, ঘটনাস্থলে হতে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে আসল ঘটনা।