অক্টোবর মাসে ৫২৯ নারী ও কন্যা নির্যাতন
প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৭, ০০:৩০
২০১৭ সালের অক্টোবর মাসে মোট ৫২৯ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এই পরিসংখ্যান প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয় অক্টোবর মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ১১৩টি তন্মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ২২ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১ জনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১০ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৬ জন। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৫৩ জন।
এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ জন। অগ্নিদগ্ধের শিকার ৮ জন তন্মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ৪ জনের।
অপহরণের ঘটনা ঘটেছে ১৮টি। নারী ও কন্যাশিশু পাচারের শিকার হয়েছে ১ জন।
বিভিন্ন কারণে ৫০ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে।
যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৩১ জন, তন্মধ্যে হত্যা করা হয়েছে ১৫ জনকে। উত্ত্যক্তের শিকার ২৬ জন, তন্মধ্যে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ৭ জন। অন্যান্য কারনে ৪৪ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং ৩২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বাল্যবিবাহের চেষ্টা হয়েছে ৫৯টি এবং এ ৫৯টি ব্যাল্যবিবাহের চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। বাল্যবিবাহের শিকার হয়েছে ৬ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩৭ জন।
বে-আইনি ফতোয়ার ঘটনা ঘটেছে ২টি। এছাড়া অন্যান্যরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে।