শিশুকে হত্যার অভিযোগে মা ও সৎ পিতা গ্রেপ্তার
প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৭, ১৩:৫৪
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামে ৩ বছরের শিশু নুরন্নবীকে হত্যার অভিযোগে শিশুর মা রোজিনা খাতুন (৩০) ও সৎ পিতা এমদাদুলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
১ নভেম্বর (বুধবার) দিবাগত রাত ২টায় শিশুটি মারা যাবার পর তার মা প্রতিবেশিদের জানান।
২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় প্রতিবেশিরা গোমস্তাপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে শিশুটির মৃতদেহ উদ্ধার করে এবং মা ও সৎ পিতাকে গ্রেপ্তার করে। শিশুটির দেহে আঘাতের চিহ্ন এবং নাক-কানে রক্তের দাগ পাওয়া গেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এস এম জাকারিয়া জানান, সৎ পিতার প্ররোচনা এবং সহায়তায় শিশু নুরন্নবীকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় শিশুর মামা আব্দুল বারেক এর নিজ বোন ও শিশুর মা রোজিনা এবং রোজিনার বর্তমান স্বামী এমদাদুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। পুলিশ শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি জানান, শিশুর পিতা চাঁন মোহম্মদ স্ত্রী-পুত্র ছেড়ে ভারতে চলে যাবার পর রোজিনা এমদাদুলকে দ্বিতীয় বিয়ে করে। এরপর শিশুটিকে সৎ পিতা মাঝে মাঝে নির্যাতন করত বলেও প্রতিবেশীদের অভিযোগ রয়েছে।