সংখ্যালঘুদের সম্পত্তি ও সম্ভ্রম সুরক্ষায় পিরোজপুরে সংবাদ সম্মেলন
প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৭, ১০:১২
সংবিধানের আলোকে দেশের সকল প্রকার সংখ্যালঘুদের নাগরিক অধিকার প্রাপ্তি, আইনের আশ্রয় লাভ, সম্পত্তি ও সম্ভ্রম সুরক্ষা নিশ্চিত করার দাবিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শারি এবং সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করছে।
২৯ অক্টোবর (রবিবার) বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের দক্ষিণাঞ্চলের ৪টি জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুরের ১৬টি উপজেলায় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতকরণ ও মানবাধিকার সুরক্ষার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২০১৬ সালের মার্চ মাস থেকে পরিচালিত এই কার্যক্রমের আওতায় প্রকল্পভুক্ত উপজেলা সমুহে ২৫ জনের একটি করে যুব মানবাধিকার গ্রুপের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত সকল প্রকার সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষার কাজ চলছে। এই কার্যক্রম সম্পর্কে সংবাদকর্মীদের ধারনা প্রদান করতে প্রকল্প এলাকার ৪টি জেলার সুনাম কমিটির নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।
সুনাম পিরোজপুর জেলা কমিটির সভাপতি গৌতম চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে শারি ও সুনাম এর কার্যক্রম নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুনাম পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা। এ ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শারি’র প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু, জেলা মিডিয়া কোঅর্ডিনেটর খালিদ আবু ও এডভোকেসি অফিসার পলাশ দাশ।