চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ছাত্রীকে পুনর্বাসন
প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৭, ১৩:২৬
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামে মাদকাসক্ত বখাটের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ওই গ্রামের দরিদ্র কৃষক মকবুল হোসেনের মেয়ে এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী মরিয়ম আক্তারের পরিবারকে সাহায্য প্রদান করেছে ব্র্যাক।
২৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে ব্র্যাক জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর অধীনে মরিয়মকে ২০ হাজার টাকা মূল্যের একটি সেলাই মেশিন ও কাপড় প্রদান করা হয়।
এসময় মরিয়মের পিতা-মাতা ও তার ইউনিয়নের ওয়ার্ড সদস্য গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন। ভূক্তভোগিকে পুনর্বাসন সহায়তার এই অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাজমুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, ব্র্যাক, রাজশাহী বিভাগীয় কর্মকর্তা আব্দুস সোবহান, জেলা ব্যবস্থাপক শাহনুর সুলতান, জেলা সামজিক ক্ষমতায়ন কর্মসূচী প্রধান পংকজ কুমার ও কর্মসূচীর মাঠ সংগঠক মুর্শেতারা উপস্থিত ছিলেন।