লক্ষ্মীপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের জেল
প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৭, ২০:২৯
অনলাইন ডেস্ক
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৮ম শ্রেণির জেএসসি পরীক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে আরমান হোসেন বাবু নামের যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ এ রায় দেন।
২৪ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে পৌরসভার টামটা জুনিয়র হাই স্কুলের সামনে ইভটিজিংয়ের ঘটনাটি ঘটে। বাবু পৌরসভা টামটা শেখের বাড়ির সফিক ড্রাইভারের ছেলে।
ঘটনার সাথে জড়িত বাবুর অপর সহযোগী রাকিব হোসেন পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।