গরম পানিতে শিশুকে ঝলসে দেওয়ায় নারী গ্রেপ্তার
প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৭, ১৮:৪০
কুষ্টিয়ার ভেড়ামারায় রাফিয়া খাতুন (০৫) নামে এক শিশুকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগে প্রতিবেশি বালা খাতুন (৫৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদাক্ষেমিরদিয়াড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিশু রাফিয়া নওদাক্ষেমিরদিয়াড় গ্রামের মাসুম আলীর মেয়ে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ১৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় নওদাক্ষেমিরদিয়াড় গ্রামে রাফিয়াকে গরম পানি দিয়ে ঝলসে দেয় প্রতিবেশি বালা খাতুন। প্রথমে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১৫ অক্টোবর (রবিবার) সকালে শিশুটির পরিবার বালা খাতুনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই অভিযোগের ভিত্তিতে বিকেলে আসামি বালা খাতুনকে গ্রেপ্তার করা হয়।