নাগেশ্বরীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৭, ১৯:০৬
নাগেশ্বরীতে বজ্রপাতে তাসলিমা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই সময় পাশ্ববর্তী সন্তোষপুর ইউনিয়নের নাওডাঙ্গা পাড়া গ্রামে বজ্রপাতে দুই গৃহবধূ গুরুতর আহত হয়েছে।
১৩ অক্টোবর (শুক্রবার) দুপুরে উপজেলার আস্করনগর ব্যাপারিটারি গ্রামে এ ঘটনা ঘটে। তসলিমা আক্তার ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও আস্করনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, ১৩ অক্টোবর (শুক্রবার) দুপুর ২টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে একই সময় পাশ্ববর্তী সন্তোষপুর ইউনিয়নের নাওডাঙ্গা পাড়া গ্রামের সাহেদুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৩২) ও মাইদুল ইসলামের স্ত্রী আমেনা বেগম (৪৫) বজ্রপাতে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।
রামখনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলীম ও সন্তোষপুর রামখনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী লাকু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।