সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রকাশ | ১২ অক্টোবর ২০১৭, ১২:৪০
সিরাজগঞ্জের তাড়াশে শাহনাজ পারভীন (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন।
১১ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলার তালম ইউনিয়নের তালম মেলাপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে তালম ইউনিয়নের ইউপি সদস্য আবু তালেব জানান, ১০ অক্টোবর (মঙ্গলবার) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শাহনাজ পারভীন। রাত ১১টায় তার স্বামী বাজার থেকে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন। তার কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির আশেপাশের লোকজনকে ডেকে এনে ঘরের দরজা ভেঙ্গে ফেলে। পরে ভেতরে প্রবেশ করে শাহনাজ পারভীনের লাশ দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে শাহনাজ পারভীনকে হত্যার অভিযোগ এনে তার মা থানায় অভিযোগ দায়ের করেছেন।