তেঁতুলিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশ | ১১ অক্টোবর ২০১৭, ১৮:১৪
অনলাইন ডেস্ক
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী সনিয়া আক্তার (১৪) ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। সনিয়া তেঁতুলিয়া উপজেলার বাইপাসের বুড়িমুটকি গ্রামের জাহিরুল ইসলাম এর মেয়ে।
১০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টায় নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কেন বা কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি সুরেশ চন্দ্র রায় নবম শ্রেণির ছাত্রী সনিয়া আক্তার এর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।