গাজীপুরের খাস জলাশয় পুনরুদ্ধারে হাইকোর্ট আদেশ
প্রকাশ | ১১ অক্টোবর ২০১৭, ১৬:৩৫ | আপডেট: ১১ অক্টোবর ২০১৭, ১৯:০৩
গাজীপুর জেলার বেদখল হওয়া খাস জলাশয় ও পুকুর পুনরুদ্ধার করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে রুল জারিসহ ১০ অক্টোবর (মঙ্গলবার) এ আদেশ দেয়। আদেশে এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে এবং খাস জলাশয়ের তালিকা আগামী ৩০ দিনের মধ্যে জমা দিতে জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে।
একটি জাতীয় দৈনিকে ‘সরকারি পুকুর ভরাট করে দখলের হিড়িক’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে আদালত আজ এ আদেশ দেয় বলে জানান ডেপুটি এটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
আদেশের পরে ডেপুটি এটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, গাজীপুর জেলার অন্তর্ভুক্ত খাস পুকুর, জলাশয়, যেগুলো বেদখল হয়েছে তার তালিকা দিতে বলেছে আদালত।
এছাড়া তালিকাভুক্ত ৩৮৪টি পুকুর, আরও যদি খাস জলাশয় থেকে থাকে, যেগুলো বেদখল হয়েছে, তা পুনরুদ্ধার করতে এবং রক্ষণাবেক্ষণের জন্য কেন নির্দেশ দেয়া হবে না- রুলে সংশ্লিষ্টদের কাছে তা জানতে চাওয়া হয়েছে। আগামী ১২ নভেম্বর পরবর্তী আদেশের জন্য বিষয়টি ধার্য থাকবে।