বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৭, ১৭:১০
![](/assets/news_photos/2017/10/09/image-12072.jpg)
বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ৮ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় উপজেলার জিয়ানগর গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত রাজিফা আকতার সাথী (১৪) উপজেলার জিয়ানগর গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।
দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আত্মহত্যার খবর পেয়ে ৮ অক্টোবর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত হুজাইফা ইয়ামিন (১৯) নামের ওই বখাটে যুবককে গ্রেপ্তারের জন্য পুলিশ ৮ অক্টোবর (রবিবার) রাত সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী হেরুঞ্জ গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশের ওপর হামলা চালায় গ্রামবাসী। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন।
এছাড়া হামলাকারীরা পুলিশের একটি ওয়াকিটকি ছিনিয়ে নেয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে বগুড়া থেকে অতিরিক্ত পুলিশ দ্বিতীয় দফা ওই গ্রামে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে। তবে বখাটে যুবককে গ্রেপ্তার করতে পারেনি।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে বখাটে যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীর বাবা গোলাম রব্বানী বাদী হয়ে একটি মামলা করেছেন। অপরদিকে দায়িত্ব পালনে বাধা দেয়া এবং হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেছে।’