ইউএনও’র হস্তক্ষেপে রক্ষা পেলো ৮ম শ্রেণির ছাত্রী

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৭, ২১:৪৯

জাগরণীয়া ডেস্ক

রান্না হয়েছে, সব কাজ সম্পন্ন, শুধু বরযাত্রী আসবে। এমন সময় বিয়ের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার।

নীলফামারীর ডিমলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে হতে রক্ষা পেয়েছে আরও এক ৮ম শ্রেণির ছাত্রী।

৮ অক্টোবর (রবিবার) ভোর রাতে ঘটনাটি ঘটে খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ীতে। বাল্যবিয়ে বন্ধ হওয়া ৮ম শ্রেণির ছাত্রী ইতি আক্তার নাউতরা ব্রীজেরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী ও একই এলাকার অবিরুল হকের কন্যা।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবশেষে বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী বর নিয়ে আসেনি। ছাত্রীর পিতা মাতা স্থানীয় লোকজনের উপস্থিতিতে অঙ্গীকার নামা লিখে দেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে গিয়ে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত