যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৭, ২০:৩২ | আপডেট: ০৮ অক্টোবর ২০১৭, ২০:৩৬
বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা না আনায় গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে।
৭ অক্টোবর (শনিবার) রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের পারকুকরালিতে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছে।
হত্যার শিকার গৃহবধূর নাম জুলি খাতুন (২৪)। তিনি সাতক্ষীরা শহরের পারকুকরালির ট্রাকচালক আব্দুর রাজ্জাকের স্ত্রী। গ্রেপ্তার রাজ্জাকের বাবার নাম অজিয়ার রহমান।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর জানান, জুলির হাতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে।