সেপ্টেম্বর মাসে ৪৬৮ নারী ও কন্যা নির্যাতন
প্রকাশ | ০৭ অক্টোবর ২০১৭, ২২:১৮
১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে মোট ৪৬৮ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ১১১টি তন্মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৬ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫ জনকে, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৪ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৭ জন। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৫ জন।
এসিডদগ্ধের শিকার হয়েছে ০৪ জন ও অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১১ জন, তন্মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু ০২ জনের। অপহরণের ঘটনা ঘটেছে মোট ৪টি। নারী ও কন্যাশিশু পাচার হয়েছে ২৩টি তন্মধ্যে পতিতালয়ে বিক্রি করা হয়েছে ১ জনকে।
বিভিন্ন কারণে ৬৫ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে।
যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৩৪ জন, তন্মধ্য হত্যা করা হয়েছে ১৬ জনকে। গৃহপরিচারিকা হত্যা ১টি।
উত্ত্যক্ত করা হয়েছে ১৭ জন, উত্ত্যক্তের কাণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ২ জন। বিভিন্ন কারনে ৩২ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বাল্যবিবাহের চেষ্টা হয়েছে ৪৮টি, তন্মধ্যে ৪৭টি প্রতিরোধ করা হয়েছে। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৩ জনকে। বে-আইনি ফতোয়ার ঘটনা ঘটেছে ০১টি।
এছাড়া অন্যান্যরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে।