বিষপান করে হাসপাতাল, সুস্থ হয়ে বাড়ি ফিরে গৃহবধূর মৃত্যু
প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৫৩
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের গৃহবধূ রোক্সানা (৩২) বিষপান করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে মারা যাওয়ায় রোক্সানার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনি সহায়তা চেয়ে নিহতের ভাই আঃ কুদ্দুস দামুড়হুদা মডেল থানায় একটি জিডি করেছেন।
অভিযোগ পেয়ে থানা পুলিশ বুধবার সন্ধায় রোক্সানার মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
নিহতের ভাই কুদ্দুস জানান, পারিবারিক কলহের জের ধরে রোক্সানা গত ৩০ সেপ্টেম্বর বিষপান করে। বাড়ির লোকজন বিষপানের বিষয়টি বুঝতে পেরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে ৩ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্র পেয়ে ৩ অক্টোবর (মঙ্গলবার) সন্ধায় আমার বোন তার স্বামীর বাড়ি ভগিরথপুর ফিরে যায়। সেখানে থাকা অবস্থায় ৪ অক্টোবর (বুধবার) সকাল ১১টার দিকে খবর পাই সে মারা গেছে।
থানার ডিউটি অফিসার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষপানের জেরেই তিনি মারা গেছে, না তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যুর আসল রহস্য।